আর তিন সপ্তাহ পরই শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে টাইগার শিবিরে ইনজুরি শঙ্কা। চোটের কারণে খেলার সম্ভাবনা নেই দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। নতুন করে চোটে পড়েছেন এবাদত হোসেনও। এমন অবস্থায় পেস বিভাগে কারা থাকছেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।এমনিতেও টেস্ট খেলেন না দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলছেন। একাদশেও থাকছেন নিয়মিত। তাছাড়া তিনি বিসিবির সঙ্গে লাল বলের চুক্তিতেও নেই। ফলে এই সিরিজে কাটার মাস্টারকে পাওয়ার সম্ভাবনা নেই। তবে আজ ভিন্ন কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।শনিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমরা প্লেয়ারদের একটা ফর্ম পাঠিয়েছিলাম যে,, কে কোন ফরম্যাটে খেলতে চায় তা তোমরা বলো। টেস্ট খেলতে চায়, না কি তিনটাই খেলতে চায়, না কি দু’টো খেলতে চায়, সেই অনুযায়ী তাদেরকে রাখা হয়েছে।’মুস্তাফিজ টেস্টের জন্য নাম লেখায়নি জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। সে কিন্তু বলেনাই, ও টেস্ট খেলতে চায়। কিন্তু ও কী বললো না বললো সেটা বড় কথা না। আমাদের যখন দরকার হবে, অবশ্যই সে খেলবে। কাজেই এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজেও মুস্তাফিজকে দরকার হয়, অবশ্যই খেলবে।’