নিজস্ব সংবাদদাতা, দিঘলিয়া (খুলনা): দিঘলিয়া উপজেলার পথের বাজারে বিএনপির দু’গ্রুপে কর্মসূচি পৃথক কর্মসূচি নিয়ে উত্তেজনা।সংঘর্ষ এড়াতে সবধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ধারা জারি করেছে দিঘলিয়া উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন।
পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু’র বাড়িতে বোমা হামলার প্রতিবাদে স্থানীয় উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ ছিল।
অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা-৪আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক আজ শুক্রবার বিকালে পথের বাজার ও তার আশেপাশে গণসংযোগ দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করবেন। এধরনের সংবাদে স্থানীয় বিএনপির একটি অংশের মধ্যে উত্তেজন দেখা দেয়। যা সংঘর্ষে রূপ নেয়ার আশংকা থেকে উপজেলা প্রশাসন বিকাল ৫টা থেকে পথের বাজার, বেলেঘাট, মোকামপুর বাজার, সেনহাটী বাজার, নগরঘাট, বারাকপুর বাজার, কামারগাতি বাজার, দৌলতপুর ঘাট, এবং চন্দনীমহল খেয়াঘাট এলাকা রাত ১০টা পর্যন্ত ১৪৪ধারা জারি করেছেন।উল্লিখিত স্থানগুলোতে সকল প্রকার সভা-সমাবেশ, পদযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সমর্থক সাবেক ছাত্রনেতা রিপন লিপু বলেন, ১৪৪ধারা জারির পূর্বে পারভেজ মল্লিকের সমর্থনে আমরা পথের বাজারে গেলে একটি পক্ষ আমাদেরকে হুমকি/ধামকি দেয়। আমরা শান্তির স্বার্থে এলাকা ত্যাগ করি।
দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু বলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপির কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত।যেহেতু স্থানীয় প্রশাসন ১৪৪ধারা জারি করেছে আমরা আইনের প্রতি সম্মান দেখিয়ে প্রতিবাদ সমাবেশ স্থগিত করেছি।
এ ব্যাপারে দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহিন পূর্বাঞ্চলকে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ব্যবস্থা জোরদার করা হয়েছে।