/ দিঘলিয়ায় গৃহবধুকে মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা

দিঘলিয়ায় গৃহবধুকে মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিঘলিয়া (খুলনা): দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তর পাড়ায় এক গৃহবধুকে মারপিট করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

এলাকাবাসী ও ভিকটিম সূত্রে জানা যায়, ওই গৃহবধু তার পুত্র গাজী বাড়ি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রকে আনতে বাড়ি থেকে রওনা হন। তিনি মলিকুলের বাড়ির সামনে এলে দুপুর আনুমানিক ১২ টার সময় মফিজুলের পুত্র সৈকত (২৫) পিছন দিক থেকে এসে উক্ত গৃহবধূর হাত মুখ চেপে ধরে জোরপূর্বক টেনে হিঁচড়ে তাদের বাড়ির মধ্যে নিয়ে যায়।

এ সময় উক্ত গৃহবধূর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সৈকত ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করে। লোকজন তাদের বাড়ির ভেতর চলে এলে সৈকত ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়। দিঘলিয়া থানা পুলিশ ও কামারগাতী ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সৈকতকে গ্রেফতার করে দিঘলিয়া থানায় নিয়ে আসে।

এদিকে গৃহবধুর স্বামী খবর পেয়ে দ্রæত খুলনা থেকে বাড়িতে এসে স্ত্রীকে নিয়ে প্রথমে বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার বরাবর অভিযোগ ও পরে দিঘলিয়া থানায় গিয়ে মামলা দায়ের করেন।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, এ ব্যাপারে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা নং ৬ তাং ১২/০৮/২০২৫ ইং। আসামী মাদকাসক্ত। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।