/ দিঘলিয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, শ্বশুর গ্রেফতার

দিঘলিয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, শ্বশুর গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিঘলিয়া (খুলনা): দিঘলিয়া উপজেলা সেনহাটী ইউনিয়নের হাজীগ্রামে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায় মামলা। ধর্ষণের অভিযোগ শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।


অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ২ নভেম্বর উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রামের আজিজুল শেখের পুত্র রাজিব শেখের সাথে সরিসাপাড়া গ্রামের (২১) মেয়ের প্রেমের সম্পর্কে বিবাহ হয়।


বিবাহের পর থেকে শ্বশুর আজিজুল শেখের কুদৃষ্টি পরে পুত্রবধূর প্রতি। এক পর্যায়ে নানাভাবে পুত্রবধূকে কুপ্রস্তাব দিতে থাকেন ওই শ^শুর।
এভাবে এক সময় নিজ পুত্রকে বাড়ি থেকে দুরে পাঠিয়ে দিয়ে বাড়ি ফাঁকা করে পুত্রবধূকে ঔষধ সেবন করিয়ে অচেতন করে ধর্ষণ করেন। এ ঘটনায় তার স্বামীর নিকট জানিয়েও কোনো প্রতিকার পাননি গৃহবধূ। বরং তিনি হয়ে পড়েন বাকরুদ্ধ। এভাবে পুত্রবধূকে মাসের পর মাস ধর্ষণ করেন নরপিশাচ শ্বশুর আজিজুল শেখ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৃহবধূর পিতা বাদী হয়ে দিঘলিয়া থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ গতকাল দুপুরে আজিজুলকে আটক করে জেল হাজতে পাঠায়।


দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক শ্বশুরকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠিয়েছে। পরবর্তী পদক্ষেপ তদন্ত সাপেক্ষে গ্রহণ করা হবে।