দৌলতপুর(খুলনা) সংবাদদাতাঃ খুলনা নগরীর কাশিপুর মোড় এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে চলমান সড়ক উন্নয়ন কাজ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে গতকাল সোমবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশের একটি অংশ নিয়ে জমির মালিকানা দাবি তোলায় কাজ স্থগিত হয়ে পড়ে। মৃত আনোয়ার হোসেন গংরা নিজেদের মালিকানা দাবি করে আদালতের দ্বারস্থ হন। সোমবার সকালে সিটি কর্পোরেশন বিষয়টি উদ্যোগ নিয়ে কাজ আবার শুরু করে দেয়। কাজ শুরুর সময় দাবিকৃত জমির মালিকপক্ষ ও স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
সিটি কর্পোরেশনের স্টেট অফিসার কাজী সালাউদ্দিন সাংবাদিকদের জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অধিকার কারও নেই। জমির মালিকানা দাবিদাররা যদি কোনো অফিসিয়াল কাগজপত্র বা আদালতের বৈধ নিষেধাজ্ঞা দেখাতে পারেন, তাহলে বিষয়টি বিবেচনায় নেয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তারা কিছুই দেখাতে পারেননি। তিনি আরও বলেন, এলাকাবাসী ও ট্যাংক লরি সমিতির পক্ষ থেকেও দ্রæত সড়ক সংস্কারের দাবি এসেছে। সড়ক সংস্কার সরকারি উন্নয়ন প্রকল্পের অংশ, তাই এ কাজ বাধাগ্রস্ত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কবীর অ্যান্ড ব্রাদার্স-এর ঠিকাদার মো. খসরু বলেন, মালিকানা বিরোধের কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সিটি কর্পোরেশনের হস্তক্ষেপে এখন আবার কাজ শুরু হয়েছে। আমরা দ্রæততম সময়ে কাজ শেষ করার চেষ্টা করছি। অন্যদিকে মৃত আনোয়ার হোসেন গংরা অভিযোগ করেন, তাদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে জোর করে রাস্তার কাজ চালানো হচ্ছে। সোমবারের ঘটনাকে তারা বেআইনি ও অন্যায় আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সিটি কর্পোরেশন কর্মকর্তাদের মতে, কাশিপুর মোড় এলাকার এই সড়ক উন্নয়ন নগরবাসীর যাতায়াত সহজীকরণ ও যানজট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো বাধা অতিক্রম করে দ্রæত কাজ শেষ করাই এখন প্রধান লক্ষ্য।