দেশে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি)। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংস্থাটি এ তথ্য জানায়। একই সঙ্গে নতুন শনাক্তদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা বলেও জানায় তারা।

তাদের দেওয়া তথ্য মতে, গত মাসের ১৪ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত পরীক্ষার জন্য বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যেই নতুন আরও ১০ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। তবে তাদের কারোই বিদেশ ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্তের কথা জানা যায়। এরপর গত ২৭ ডিসেম্বর একজন, ২৮ ডিসেম্বর চারজন এবং ৩১ ডিসেম্বর তিনজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।

এদিকে প্রতিদিনই বাড়ছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। বৃহস্পতিবার আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এদিন দেশে ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ।