নিজস্ব সংবাদদাতা (যশোর): যশোরের শার্শায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছে এক দেবর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে শার্শা থানা পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত তিনটায় কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের মৃত আতিয়ারের ছেলে মফিজুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার সময় পাড়ের কায়বা গ্রামের মফিজুল ইসলাম বাড়ির পাশের ভাবি রফিকুল ইসলামের স্ত্রী সফুরা খাতুনকে (৫৫) ধর্ষণ করতে গেলে, প্রতিহতের সময় ভাবি মফিজুলের পুরুষ অঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। ফলে তিনি পালিয়ে চন্দনপুরের এক গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। সেখানে তার আঘাতে প্রয়োজনীয় চিকিৎসা এবং আটটি সেলাই দেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মফিজুল ও সফুরার মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রামে সালিশি বৈঠক হয়েছে। তবে এর মধ্যেই আবারও এমন কাণ্ড ঘটায় সবাই হতবাক।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, এই বিষয়টা এলাকায় সঞ্চালক সৃষ্টি হলেও ছয় দিনের মধ্যে আইনি কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানিয়েছেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মফিজুলকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।