/ নগরীতে দেবর কর্তৃক গৃহবধূ ধর্ষণের শিকার

নগরীতে দেবর কর্তৃক গৃহবধূ ধর্ষণের শিকার

নগরীতে দেবর কর্তৃক এক গৃহবধু ধর্ষনের শিকার হয়েছে। গতকাল দুপুরে গগনবাবু রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মামলা নং- ১৭।


খুলনা থানার সেকেন্ড অফিসার নান্নু মন্ডল বলেন, বাসায় কেউ না থাকার সুবাদে সেলিম গাজী নামে এক লম্পট তার ভাবিকে ধর্ষন করে। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে এরেস্ট করে। ভ‚ক্তবোগী গৃহবধুকে ওসিসিতে পাঠানো হয়েছে। আসামী পুলিশ হেফাজতে রয়েছে। তাকে কাল আদালতে নেওয়া হবে।