/ নগরীতে বখাটে যুবকদের উপদ্রব,অভিভাবকরা উদ্বিগ্ন

নগরীতে বখাটে যুবকদের উপদ্রব,অভিভাবকরা উদ্বিগ্ন

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীর বালিকা বিদ্যালয় সমূহের সামনে বখাটে যুবকদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।স্কুলগামী ছাত্রীরা নিরাপদে বিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না। মেয়েদের নিরাপত্তা দিন দিন হুমকীর মুখে পড়ায় অভিভাবকরা আতংকিত হয়ে পড়েছে।

বালিকা বিদ্যালয় গুলির সামনে ও পার্শবর্তী এলাকায় কোন পুলিশ টহল না থাকায় অভিভাবকরা হতাশ হয়ে পড়েছেন।কারণ বখাটে যুবকরা নতুন নতুন পদ্ধতিতে অভিনব কায়দায় বাধাহীন ভাবে মেয়েদের উৎত্যক্ত করছে।বালিকা বিদ্যালয়ের সামনে উঠতি বয়সী যুবকদের মটর সাইকেল মহড়া এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়,মেয়েদের স্কুলে যাতায়াতের পথে শহরের প্রায় সর্বত্রই রাস্তার মোড়,ব্রীজ,বিভিন্ন দোকান পাট, বিপনী বিতান ও মার্কেটের সামনে বখাটে রোমিওরা দলবদ্ধ ভাবে অথবা একক ভাবে নিয়মিত মেয়েদের উত্ত্যক্ত করে থাকে।বখাটে যুবকরা স্কুলগামী মেয়েদের দেখলে শীষ দেয়,রাস্তার উপর দাড়িয়ে অশ্লীল ইঙ্গিত করে,চিঠি ছুড়ে মারে ও হাতে চিঠি গুজে দেয়ার চেষ্টা করে।তারা মেয়েদের পিছনে পিছনে রিক্শা,সাইকেল বা মটর সাইকেল নিয়ে ফলো করে।

ইদানিং মেয়েদের উত্ত্যক্তকারী বখাটে যুবকরা নতুন পদ্ধতি অবলম্বন করছে। এর মধ্যে মেয়েদের স্কুল কলেজে যাওয়া আসার সময় রিক্শা ঠিক করে ভাড়া দিয়ে দেওয়ার চেষ্টা করা,রিকশা ওয়ালাদের দিয়ে চিঠি পাঠানো এবং মোড়ে মোড়ে দাড়িয়ে থেকে মেয়েদের বিশেষ বিশেষ নামে ডাকা ইত্যাদি।

নগরীর ব্যস্ততম সড়ক আহসান আহমেদ রোডে অবস্থিত মেয়েদের শ্ক্ষিার অন্যতম স্কুল সরকারী করোনেশন বালিকা বিদ্যালয়। নগরীর প্রায় সব এলাকার অধিকাংশ মেধাবী মেয়েরা এখানে পড়া শুনা করে থাকে। পিটি আই মোড়, সেন্ট যোসেফ স্কুেেলর সামনে, সিটি আইন কলেজ,সরকারী পাইওনিয়ার কলেজ মোড়, বাবুখান রোড,আহসান আহমেদ রোড ও শামসুর রহমান রোডের সংযোগ স্থলসহ পার্শ্ববর্তী সড়ক,গলি পথ ও দোকানের সামনে বখাটে যুবকরা দাড়িয়ে আড্ডা দিচ্ছে। স্কুল ছুটি হলে মেয়েরা রাস্তায় বের হওয়ার সাথে সাথে বখাটে যুবকরা মেয়েদের পিছু নেয়। এ সময় বৃষ্টি থাকায় যুবকরা মেয়েদের গায়ে পানি ছিটিয়ে দেয়। এভাবেই তারা নিয়মিত মেয়েদের উত্ত্যক্ত করে থাকে।

তাছাড়া সরকারী করোনেশন বালিকা বিদ্যালয় এর সামনের কয়েকটি রেষ্টুরেন্ট,মিষ্টির দোকান,মোবাইল ফোনের দোকান ও ফাষ্ট ফুডের দোকান বখাটেদের নিয়মিত আড্ডায় পরিনত হয়েছে। এখানে স্কুল শুরু ও ছুটির সময় উত্ত্যক্তকারীদের ভিড় ও জটলা ব্যাপক ভাবে পরিলক্ষিত হয়।একই কায়দায় নগরীর সিটি কর্পোরেশন পরিচালিত কলেজিয়েট গার্লস স্কুুল ও কলেজের মেয়েদের উত্ত্যক্ত করা হয়। দারোগা পাড়ার মোড় , রুপসা ট্রাফিক মোড়, খান জাহান আল রোডের বিভিন্ন স্থান এবং স্কুলের সামনে বখাদের অপতৎপরতা লক্ষ করা যায় ।


নগরীর সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত পাইওনিয়ার স্কুল ও কলেজ। এর পার্শ্ববর্তী কয়লা ঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়,মিউনিসিপাল ট্যাংক রোড,টিবি ক্রস রোড,পুলিশ লাইন মোড়,হাজী মহসীন রোড সংলগ্ন টোলের মোড়,ফায়ার ব্রিগেড রোড,বাবুখান রোড সহ শিক্ষা প্রতিষ্ঠান দু,টির সামনে মেয়েরা বখাটেদের উৎপাতে পড়ে বলে জানা যায়।

নগরীর মুন্সী পাড়া এলাকায় ফাতেমা বালিকা বিদ্যালয়,ষ্টেশন রোডস্থ রেলওয়ে বালিকা বিদ্যালয়,এপিসি বালিকা বিদ্যালয়,ইকবাল নগর বালিকা বিদ্যালয়সহ নগরীর সোনাডাঙ্গা,খালিশপুর,দৌলতপুর ও খান জাহানআলী থানা এলাকায় অবস্থিত বালিকা বিদ্যালয় গুলির মেয়েদের বখাটেরা নিয়মিত উত্ত্যক্ত করলেও দেখার কেউ নেই।

বিশেষ করে বয়রা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা প্রতিনিয়ত উঠতি বয়সী মাদকাশক্ত বখাটে যুবকদের নানা প্রকার উৎপাতের শিকার হচ্ছে। ফলে অভিভাবকরা আতংকিত হয়ে পড়েছে। তাদের মেয়েটি স্কুলে গিয়ে সম্মানের সাথে বাসায় ফিরে আসতে পারবে কিনা এ আশংকা তাদের সার্বক্ষনিক তাড়া করে।

কয়েকজন অভিভাবক জানান,বখাটেদের অপতৎরতা এমন পর্যায় গেছে যে,তারা এখন বাড়ী পর্যন্ত যাচ্ছে ও বাড়ীর গেটে দাড়িয়ে এবং মোবাইলফোনে হুমকি প্রদান করছে।চরম নিরাপত্তাহীনতার কারনে অভিভাবকরা এখন তাদের মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে ভয় পাচ্ছে।

এ প্রতিবেদক নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারেন,পুলিশি তৎপরতা থাকলে বখাটেদের দৌরাত্ম্য কমে যায়। আর পুলিশ নির্লিপ্ত থাকলে বখাটেরা সাহসী ও বেপরোয়া হয়ে ওঠে। তাই মেয়েদের প্রত্যেকটি স্কুলের সামনে টহল পুলিশ প্রদান,চিহিৃত এলাকায় নিয়মিত পুলিশী তৎপরতা এবং মেয়েদের যাওয়া আশার পথে উত্ত্যক্ত কারীদের ধরে শাস্তির ব্যবস্থা গ্রহনের দাবী জানান শিক্ষক ,অভিভাবক ও শিক্ষার্থীরা ।

এ ব্যাপারে মহানগর পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন,এটি একটি সামাজিক ব্যাধি। এ ব্যাপারে জন প্রতিনিধি ও অভিভাবক সহ সকল শ্রেনী পেশার মানুষদেরকে এগিয়ে আসতে হবে।