/ নগরীতে বাড়িতে ঢুকে ঠিকাদারকে হত্যা

নগরীতে বাড়িতে ঢুকে ঠিকাদারকে হত্যা

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর (৩০) নামে এক যুবককে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সোয়া নয়টায় এ ঘটনা ঘটে। নিহত টগর ওই এলাকার জামাল হাওলাদারের ছেলে এবং পেশায় একজন রংয়ের ঠিকাদার।
এলাকাবাসী জানান, রাতে হঠাৎ করে তিন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। সে সময় ঘরের দরজা খোলা ছিল এবং পাশের বাড়িতে একাকী ছিলেন টগর। দুর্বৃত্তদের একজন টগরের সঙ্গে কথাবার্তা বলার এক পর্যায়ে হঠাৎ বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। আঘাতপ্রাপ্ত হয়ে টগর মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রæত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজন যুবক টগরের বাড়িতে যায়। তারা পূর্ব পরিচিত ছিল এবং কথোপকথনের এক পর্যায়ে একজন ছুরি দিয়ে তার বুকের ডান পাশে আঘাত করে। তিনি আরও জানান, ঘাতক তিনজনকেই শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।