/ নগরীতে সাবেক পুলিশ কর্মকর্তার বাসায় চুরি

নগরীতে সাবেক পুলিশ কর্মকর্তার বাসায় চুরি

নগরীর খুলনা থানাধীন নিরালা এলাকায় সাবেক এক পুলিশ কর্মকর্তার বাসায় দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বিদেশী ডলার, ইয়েন ও স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েগেছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ ও ভুক্তভোগী জানান, গত ১৮ জুলাই দুপুরে সাবেক এএসপি শাহাজাহান মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে পটুয়াখালী বেড়াতে যান। তারা গত ২৫ জুলাই বাসায় ফিরে দেখেন বাসার গ্রিল কাটা, দরজার লক ভাঙ্গা। পরিবারের সদস্যরা এই দেখে ভেতরে ঢুকে দেখেন আলমারির তালা ভেঙে দশ লাখ জাপানি ইয়েন যার বাংলাদেশি মুল্য সাড় ৯ লাখ টাকা, একহাজার ইউএস ডলার ও প্রায় সাড়ে আট ভরি স্বর্নালংকারসহ ২৬ লাখ ১২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়েগেছে। এ ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন শাহাজাহান মিয়ার পুত্র সোমেল মাহমুদ।


মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনাটি গত সাত দিনের মধ্যে সংঘটিত হয়েছে। সে কারনে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। তবে এখনো পর্যন্ত কোন তথ্য পাওায়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।