/ নগরীতে হঠাৎ বেড়ে গেছে বিদ্যুতের সার্ভিস তার চুরি

নগরীতে হঠাৎ বেড়ে গেছে বিদ্যুতের সার্ভিস তার চুরি

উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে নাগরিকদের

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বেড়ে গেছে বিদ্যুতের সার্ভিস তার চুরির ঘটনা। কখনও লোডশেডিংয়ের সুযোগে, আবার কখনও বিদ্যুৎ চালু থাকা অবস্থাতেই সংঘবদ্ধ চক্র কৌশলে এই তার কেটে নিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত যেকোনো সময় ঘটছে এসব ঘটনা। এতে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা।

গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর ইকবালনগর মসজিদ লেনে কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে এ সুযোগে দৈনিক পূর্বাঞ্চল কার্যালয়ের সামনের একটি ভবনের সার্ভিস তার কেটে নিয়ে যায় চোরের দল। বিদ্যুৎ ফিরে আসার পরও সংশ্লিষ্ট ভবনে বিদ্যুৎ না থাকায় বাসিন্দারা বিষয়টি বিদ্যুৎ অফিসে জানান। পরে কর্মকর্তারা এসে সার্ভিস তার চুরির ঘটনা শনাক্ত করেন।

এর আগে সোনাডাঙ্গা মডেল থানাধীন হাফিজনগর এলাকার ময়ূর নদী সংলগ্ন দুটি বাড়ি থেকেও একইভাবে সার্ভিস তার চুরির ঘটনা ঘটে। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে প্রথমে বাসিন্দারা লোডশেডিং ভেবে নিলেও দীর্ঘ সময় পরও বিদ্যুৎ না ফেরায় সন্দেহ হয়। সকালে দেখা যায়, চোরেরা সার্ভিস তার কেটে নিয়ে গেছে।

শুধু এসব এলাকা নয়, নগরীর আরও বেশ কয়েকটি মহল্লা থেকেও একই ধরনের চুরির খবর পাওয়া গেছে। দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকলেও চক্রটি যে সংঘবদ্ধভাবে এ ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে, তাতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ নাগরিকদের মধ্যে।
বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র জানায়, এক শ্রেণির নেশাগ্রস্ত ব্যক্তি এসব সার্ভিস তার চুরি করে বিক্রি করছে। তবে কোথায় এগুলো বিক্রি হচ্ছে তা শনাক্ত করতে পারলেই মূল চক্রকে ধরা সম্ভব বলে মন্তব্য করেন তারা।

অপর এক সূত্রের মতে, নগরীর শেখপাড়ার পুরনো তার বিক্রির দোকানগুলোতে অভিযান চালালে চুরির হোতাদের খুঁজে বের করা সহজ হবে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “কিছু ছিচকে চোর এ ধরনের কর্মকান্ড করছে। পুলিশি টহল আরও বাড়ানো হবে।”

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, “এই চুরির পেছনে মূলত মাদকাসক্ত যুবক ও কিশোর গ্যাংয়ের প্রভাব রয়েছে। মাদক ব্যবসায়ীরাই তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এর সঙ্গে টহল ব্যবস্থার ঘাটতিও একটি বড় কারণ। তাই দ্রæত পুলিশি টহল জোরদার করে এসব চক্রকে ধরতে হবে।”