স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা এলাকার একটি বেকারী কারখানায় আগুন লেগে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উক্ত এলাকার পপুলার বেকারী কারখানার ম্যানেজার মো: আজগর জানান, বেকারীর মালিক ওই এলাকার জনৈক মো: জামাল মিয়ার। সোমবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় কারখানা বন্ধ করে তারা বাসায় চলে যান। এরপর রাত আনুমানিক তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে টিনসেডের কারখানার সবকিছু পুড়ে ছাই হয়। এসময় সেখানে বেকারী সামগ্রী ভর্তি একটি পিকআপ, ৮০ বস্তা ময়দা, ছয় ব্যারেল সয়াবিন তেল, ১৫/১৬ বস্তা চিনি, ৩/৪টি মেশিন এবং ডালডাসহ বেকারী পণ্য তৈরির বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। যাতে কারখানার ক্ষতির পরিমান প্রায় কোটি টাকার উপরে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া কেএমপির সোনাডাঙ্গা মডেল থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।