/ নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি: পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৪-৩০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।


নড়াইল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা জামায়াতের আমির মোঃ আতাউর রহমান বাচ্চু, বনবিভাগের আঞ্চলিক কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো: জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার মো: রোকনুজ্জামান, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির ১০টি স্টলে ফলজ, বনজ, ওষধি, বিভিন্ন ফুলের চারাসহ নানা প্রজাতির চারা প্রদর্শিত ও বিক্রি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২টি করে ফলের চারা বিতরণ করা হয়।