মোঃ মনিরুজ্জামান চৌধুরী (কালিয়া) নড়াইল: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বিভিন্ন ইউনিয়নে নদী, ডোবা, পুকুর,খাল-বিল ও ফসলি জমিতে যত্রতত্র পাট পচানোর ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বাঐশোনা, খাশিয়াল, মাওলী, কলাবাড়ীয়া, পহরডাঙ্গা ও জয়নগর ইউনিয়নের কৃষকরা বেপরোয়াভাবে পাট পচিয়ে চলেছে। এতে এলাকার পরিবেশ যেমন দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে, তেমনি সৃষ্টি হয়েছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, আধুনিক পদ্ধতিতে পাট পচানোর নানা উপায় থাকলেও অধিকাংশ কৃষক নিয়ম না মেনে নদী,ডোবা,পুকুর, খানা-খন্দ, খাল-বিল ও নিকটবর্তী জলাশয়ে সরাসরি পাট ফেলছে। ফলে আশেপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছে পঁচা গন্ধ, বৃদ্ধি পেয়েছে মশার উপদ্রব। এ অবস্থায় কোমলমতি শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে ঘনঘন। জনস্বাস্থ্যের পাশাপাশি দেশীয় মাছের প্রজনন চক্রেও নেতিবাচক প্রভাব পড়ছে, বাড়ছে ডেঙ্গুর মতো রোগের আশঙ্কা।
বিশেষ করে পহরডাঙ্গা ইউনিয়নের প্রবাহিত কয়েকটি খালের পানিতে আগে গোসলসহ নানা কাজে ব্যবহার করত এলাকাবাসী। এখন পাট পচানোর কারণে সেই পানি ব্যবহার একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। খাল গুলোর পানি থেকে বের হচ্ছে তীব্র দুর্গন্ধ, যা রোগজীবাণুর বিস্তার ঘটাচ্ছে বলে মনে করছেন স্থানীয় স্বাস্থ্যসচেতনরা।
এলাকাবাসীর দাবি, পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে আধুনিক ও পরিবেশ সম্মত পদ্ধতিতে পাট পচানোর ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, “যদি বিজ্ঞানসম্মত উপায়ে পাট পচানো হতো, তাহলে আমরা পরিবেশ দূষণ, পানিদূষণ, মশাবাহিত রোগ ও মাছের বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতাম।”
অতএব, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।