/ নড়াগাতীর যোগানীয়ায় কাইচি দিয়ে কিশোরকে কুপিয়ে জখম

নড়াগাতীর যোগানীয়ায় কাইচি দিয়ে কিশোরকে কুপিয়ে জখম

কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারস্থ বাসষ্টান সংলগ্ন সেলুনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল মামুন (১৬) নামে এক কিশোরকে কাঁইচি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে শিমুল নন্দী নামের এক যুবক। মামুনকে বাঁচাতে গিয়ে তার চাচাতো ভাই ওমর ফারুক-কেও কুপিয়ে আহত করা হয়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল মামুন যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে, মঙ্গলবার ২২ শে জুলাই আনুমানিক ২টার দিকে প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে গেলে সেখানে শিমুল নন্দীর সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শিমুল নন্দী হঠাৎ কাঁইচি দিয়ে আল মামুনের গলায় কোপ দেন। চিৎকার শুনে তার চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে এলে তাকেও আঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ওমর ফারুককে স্থানীয় ডাক্তার কাছে নিয়ে যান এবং আল মামুনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে আল মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন এবং মামুনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।


ঘটনার পর নড়াগাতী থানা পুলিশ সেলুন মালিক প্রহ্লাদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যোগানিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”