জেজেএস’র প্রশিক্ষণ সমাপনীতে বক্তারা
স্টাফ রিপোর্টার ঃ ‘দুর্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাল্যবিয়ের ন্যায় নারীর প্রতি সহিংসতাও কমিয়ে আনতে হবে। এজন্য সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান বক্তারা। বক্তারা বলেন, এদেশে বিভিন্ন সময়ে নারীর প্রতি সহিংসতা হয়ে আসছে বিভিন্নভাবে। কিন্তু দুর্যোগের সময় এ সহিংসতার মাত্রা হয়ে থাকে ভিন্নভাবে। এজন্য দুর্যোগে সহিংসতার শিকার নারীকে চিকিৎসার পাশাপাশি আইনী সহায়তা দেয়ার মধ্যদিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠণের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ।
দাতা সংস্থা ইউএনএফপিএ ও একশন এইড’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ-জেজেএস আয়োজিত এ প্রশিক্ষণের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে একশন এইড’র প্রজেক্ট ম্যানেজার তাছলিমা আখতারের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, জেজেএস’র নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন এবং অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বক্তৃতা করেন, মো: আজিজুর রহমান ও লাকি আকতার। প্রশিক্ষণের রিসোর্স পার্সন ছিলেন, একশন এইড’র প্রোগ্রাম অফিসার সাঈয়্যেদা ইসলাম। প্রশিক্ষণটি সমন্বয় করেন জেজেএস’র প্রকল্প সমন্বয়কারী জিয়া আহমেদ।
বক্তারা আরও বলেন, কারও প্রতি সহিংসতা নয় এটি নিশ্চিত করতে হবে। নারীরা এখন আর পিছিয়ে নেই উল্লেখ করে বক্তারা বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে এগিয়ে নেয়া সম্ভব। সুতরাং কাউকে অবহেলা বা পিছনে ফেলে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সকল সংস্থাকে এগিয়ে আসতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন।