ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে এ মুহূর্তে ভারতের মুম্বাইয়ে টিম হোটেলে কোয়ারেন্টিনপর্ব পালন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

অর্থাৎ অফুরন্ত সময় এখন তার হাতে। অবশ্য কোয়ারেন্টিনের একঘেয়েমি কাটাতে দেশের গণমাধ্যমে ও ফেসবুক লাইভে যোগ দিচ্ছেন সাকিব।

শুক্রবার মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে সাকিব কোয়ারেন্টিনের দুঃসহ অভিজ্ঞতা ও বাংলাদেশ দলের সম্প্রতি পারফরম্যান্সসহ নানা বিষয়ে কথা বলেন সাকিব।

এ সময় তাকে প্রশ্ন করা হয়, নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের এমন ভরাডুবি কেন? সে দেশের মাটিতে কিইউদের বিপক্ষে আজ অবধি জয় পায়নি কেন টাইগাররা?

নিউজিল্যান্ডে জয় পাওয়া যে কোনো দলের জন্য কঠিন বলে মনে করেন সাকিব। তবে একটি ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ – বিষয়টিকে বড় একটি প্রশ্ন বলে জানান সাকিব।

বললেন, হ্যা, সত্যি বলতে এটা আসলেই একটা প্রশ্ন। কেন পারি না আমরা? কিইউ কন্ডিশনে আমরা একদমই পারি না। নিউজিল্যান্ড এমনিতে কঠিন জায়গা। সব দলের জন্যই কঠিন। তবে একদমই যে পারা যায় না, তা নয়। আমরা কেন পারিনি, এটা বড় প্রশ্নবোধক চিহ্ন। সমাধান আমার জানা নেই।

তবে বেশ কয়েকবার জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েও হারের স্বাদই নিতে হয়েছে বলে জানান সাকিব।

বললেন, এমন নয় যে, আমরা কখনও কাছাকাছি যাইনি। ২০১৭ সালে (২০১৬-১৭) আমরা ওয়ানডে খুব ভালো খেলেছি। দুটি ওয়ানডেতে সম্ভাবনা সৃষ্টি করতে পেরেছি। সেবার ওয়েলিংটনে টেস্টে একটি অন্তত ড্র করা উচিত ছিল। এবারও দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ ছিল। কোনোবারই সুযোগ নিতে পারিনি।

প্রসঙ্গত, ২০০১ সালে নিউজিল্যান্ডে প্রথম সফরের পর এ পর্যন্ত টানা ৩২ হার টাইগারদের ললাট লিখন হয়েছে। এরমধ্যে এবারের সফরে টানা ছয়টি। অকল্যান্ডে সবশেষ টি-টোয়েন্টিতে শোচনীয় হারের পর ডবল হোয়াইটওয়াশ হয়েই দেশে ফিরছে টাইগাররা