/ নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে চলছে অবৈধ মৎস্য আহরণ, এক সপ্তাহে ৮ ট্রলারসহ ৫০ জেলে আটক

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে চলছে অবৈধ মৎস্য আহরণ, এক সপ্তাহে ৮ ট্রলারসহ ৫০ জেলে আটক

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে চলছে অবৈধ মৎস্য আহরণ। মঙ্গলবার দুপুরে দুটি ট্রলারসহ আবারও ৫ জেলে আটক হয়েছেন। সবমিলিয়ে এক সপ্তাহে ৮ ট্রলারসহ ৫০ জেলে আটক হলেন।পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচরের মানিকখালী খাল থেকে তাদের আটক করেন বনরক্ষীরা।

আটকরা হলেন মহসিন শেখ (২০), শহিদুল শেখ (২৮), তাহিদুল শেখ (২৬), আলী শেখ (২০) ও ফরহাদ শেখ (২৮)। এদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে।
এর আগে সোমবার (৭ জুলাই) দুবলার চরসংলগ্ন সাগর থেকে তিন ট্রলারসহ ১৮ জেলে এবং বৃহস্পতিবার (১০ জুলাই) দুবলার চর, মেহেরআলীর চর ও ডিপোর খাল থেকে তিন ট্রলারসহ ২৭ জেলেকে আটক করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুটি ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করেন।এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রক্রিয়া চলছে।এসিএফ রানা দেব বলেন, ‘সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। কিন্তু এক শ্রেণির অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে এবং বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরার অপচেষ্টা চালালেও তারা ধরা পড়ছেন। বিভাগীয় বন কর্মকর্তার কঠোর নির্দেশনায় অভিযান অব্যাহত রয়েছে।