মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও একটি মামলা করেছে সামরিক জান্তা সরকার। সরকারি গোপন নথি ফাসের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সু চির আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

সু চির আইনজীবী দলের প্রধান খিন মং জ টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, সু চি, তার তিন সাবেক মন্ত্রী এবং আটককৃত অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক সিন টার্নেলের বিরুদ্ধে ইয়াঙ্গুনের আদালতে সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। দুদিন আগে নতুন এই মামলা সম্পর্কে তিনি জানতে পেরেছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। এরপর সু চি ও দেশটির রাষ্ট্রপতিসহ কয়েকজন মন্ত্রীকে আটক করে। পরবর্তীতে সু চির বিরুদ্ধে ঘুস গ্রহণসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়।

আটকের দিনই সু চির বিরুদ্ধে ছয়টি রেডিও অবৈধভাবে আমদানি এবং করোনাভাইরাস প্রটোকল ভঙ্গের অভিযোগে মামলা করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে আরও দুটি মামলা করা হয়।