/ নেকা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

নেকা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ন্যাশনাল এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (নেকা) এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব কর্মসূচি “বৃক্ষরোপণ ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।


এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা সংলগ্ন এলাকায়, বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণের গুরুত্বকে সামনে রেখে।কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা এবং গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা।

অনুষ্ঠানটি শুরু হয় শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩ টায়, যেখানে বিপুল সংখ্যক প্রাক্তন ক্যাডেট অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার আল- আমিন, ক্যাডেট সার্জেন্ট সবুজ সাহা, ক্যাডেট সার্জেন্ট হাসনা আক্তার, ক্যাডেট সার্জেন্ট তিথি সাহা, ক্যাডেট সার্জেন্ট বিপুল দাস, ক্যাডেট সার্জেন্ট মোঃ সোহাগ, ক্যাডেট সার্জেন্ট আরিফুল ইসলাম শাওন, ক্যাডেট সার্জেন্ট মোঃ কামাল উদ্দিন চৌধুরী, ক্যাডেট সার্জেন্ট মুসলিমা খন্দকার, ক্যাডেট আন্ডার অফিসার আকাশ হোসেন, ক্যাডেট সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান, ক্যাডেট সার্জেন্ট আল- ইকরাম রাজন, ক্যাডেট সার্জেন্ট অনন্যা বিশ্বাস অনু, ক্যাডেট সামিয়া আক্তার।

সকল ক্যাডেটগণ নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা পৌঁছে দেন স্থানীয়দের কাছে।

প্রাক্তন ক্যাডেটরা জানান,”বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার – আগামী পৃথিবীকে বাসযোগ্য রাখতে আমাদের সক্রিয় ভূমিকা পালন করা দরকার।”

কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা ‘সবুজ পৃথিবী, সুস্থ জীবন’ এই স্লোগানে একাত্মতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।