/ নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একটি হাওর থেকে অটোরিকশাচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জালালপুর হাওর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম রাসেল মিয়া (২৫)। তিনি মদন উপজেলার কুলিয়াটি গ্রামের আবুল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাই করার জন্য তাঁকে হত্যা করে বস্তায় ভরে ফেলে যায়।পুলিশ জানায়, আজ দুপুরে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন হাওরে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বস্তার ভেতর থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পাওয়ার খবরে তাঁর পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ শনাক্ত করেছেন।

রাসেলের পরিবার জানায়, গত সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন রাসেল। এরপর আর বাড়ি ফেরেননি। তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে রাসেলকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।কখন, কীভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না জানিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।