করোনার দ্বিতীয় আঘাতের মধ্যে গত মার্চ মাসে আরও ১০ হাজার ৭৬২ কোটি ৫৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ নিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরের মাত্র ৯ মাসে (জুলাই থেকে ৩১ মার্চ) ৮৫ হাজার ৯৯০ কোটি ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। এর আগে কখনোই নয় মাসে এত বেশি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের মার্চ মাসের তথ্য অনুযায়ী, বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক আমানতের বিপরীতে ৩ থেকে ৬ শতাংশ সুদ বা মুনাফা দিচ্ছে। কিন্তু সঞ্চয়পত্রে সুদ পাওয়া যাচ্ছে ১১ শতাংশের বেশি। তাই সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকে আমানতের সুদহার কম হওয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন সাধারণ মানুষ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট ৮৫ হাজার ৯৯০ কোটি ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। সুদ-আসল বাবদ ৫২ হাজার ৯৭০ কোটি টাকা গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। এ হিসাবে নিট বিক্রির পরিমাণ দাঁড়াল ৩৩ হাজার ২০ কোটি ৬৫ লাখ টাকা।

সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের ত‌থ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের সঞ্চয়পত্র থেকে সরকার ২০ হাজার কোটি টাকা ঋণ নে‌ওয়ার লক্ষ্য ঠিক ক‌রে। কিন্তু প্রথম ৯ মাসেই (জুলাই-মার্চ) ৩৩ হাজার ২০ কোটি টাকার সঞ্চয়পত্র নিট বিক্রি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ শতাংশ বেশি।