/ পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১১ নারী আটক

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আমজুয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে ১১ নারীকে আটক করেছে বিজিবি।শুক্রবার ভোরে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানি সীমান্ত দিয়ে দালাল চক্রের মাধ্যমে তারা ভারতে অনুপ্রবেশ করার জন্য সীমান্তে গেলে তাদের আটক করে শুকানি বিওপি ক্যাম্পের সদস্যরা।

আটক নারীদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার টাকা চুক্তিতে ভারতে যাওয়ার উদ্দেশে তারা ওই সীমান্তে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।তবে পালিয়ে যায় দালাল চক্রের সদস্যরা।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আমজুয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১১ জন নারীকে আটক করা হয়েছে। তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্ত জুড়ে বিজিবির নজরদারি আরো জোরদার করা হয়েছে।