ডারবান টেস্টের চতুর্থ ইনিংসের মতো এই টেস্টের চতুর্থ ইনিংসেও বাংলাদেশ শিবিরে আতঙ্ক ছড়াচ্ছেন কেশাভ মহারাজ। ছবি: এএফপি/গেট্টি ইমেজ
বাংলাদেশ যে পোর্ট এলিজাবেথ টেস্ট হারতে যাচ্ছে তা গতকাল দ্বিতীয় দিন শেষেই একপ্রকার নির্ধারণ হয়ে যায়। আজ (১০ এপ্রিল) তৃতীয় দিন সেটা আরও স্পষ্ট হলো। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪১৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৭ রান।৫ রান করে অপরাজিত আছেন অধিনায়ক মুমিনুল হক। শেষ বেলায় মুলদারের বলে গালিতে দাঁড়ানো হার্মারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম ইকবাল। এর পরই আলো স্বল্পতায় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি।তামিম ইকবাল করেন ১৩ রান। তার আগে রানের খাতা খোলার আগেই বিদায় নেন মাহমুদুল হাসান জয়। প্রথম ইসিংসের মতো এবারও একইভাবে আউট হয়েছেন এই তরুণ। এরপর মাত্র ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত।আগামীকাল চতুর্থ দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৮৬ রান, হাতে আছে ৭ উইকেট। অন্যদিকে, ওই ৭টি উইকেট নিতে পারলেই জিতে যাবে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে সিরিজ জেতার পাশাপাশি সফরকারীদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে তারা।