/ পাইকগাছায় বৃদ্ধ মোকছেদ গাজী ট্রলির ধাক্কায় নিহত

পাইকগাছায় বৃদ্ধ মোকছেদ গাজী ট্রলির ধাক্কায় নিহত

বাড়ি থেকে সাইকেল চালিয়ে মাছের ঘেরে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রলির ধাক্কায় মারা গেছেন মোকছেদ গাজী (৭০) নামে এক বৃদ্ধ। তিনি খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোরহানপুর গ্রামের মৃত মেনু গাজীর ছেলে।


শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বোরহানপুর গ্রামের পাশ দিয়ে যাওয়া রাস্তায়, বায়তুল মামুর পাঞ্জেগানা মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিনারুলের ইটভাটা থেকে ইট বোঝাই করে আসা দ্রুতগতির ট্রলিটি পিছন দিক থেকে মোকছেদ গাজীর সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ট্রলির চাকা তার কোমরের ওপর দিয়ে চলে যায়।


স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রলিটির চালক একই গ্রামের ইকবাল হোসেন দুর্ঘটনার পর ট্রলি ফেলে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে, এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”