আফগানিস্তান থেকে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। খাইবার পাখতুনখোয়ার কুর্রাম জেলার পাকিস্তান সেনাদের ওপর এই হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে।দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের ভেতর থেকে সন্ত্রাসীরা কুর্রাম জেলায় পাকিস্তানি সেনাদের ওপর গুলি চালায়।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানি সেনারা হামলার উপযুক্ত জবাব দিয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, আমাদের সেনাদের গুলিতে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।’এর আগে গত ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানে দুই সেনা ঘাঁটিতে রাতভর হামলা চালানোর দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএফ) বিদ্রোহী গোষ্ঠী। বিএলএফ- এর দাবি তাদের হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানের সেনা নিহত হয়েছে।বিবৃতিতে তারা বলছে, আত্মঘাতী বোমা হামলাকারীরা ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ৫০ জনেরও বেশি সেনাকে হত্যা করেছে।সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ওপর হামলার ঘটনা বাড়ছে। তথ্যসূত্র: ডন, আল জাজিরা।