নিজস্ব সংবাদদাতা, পাটকেলঘাটা(সাতক্ষীরা): পাটকেলঘাটা লালচন্দ্রপুর মাঠে গত রোববার রাতে শত্রুতা করে কে বা কারা ৩৩ শতক জমির কুলগাছ কেটে দিয়েছে। এতে কৃষকের ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত কৃষক আচিমতলা গ্রামের মৃত সালাম সরদারের পুত্র আঃ সবুর সরদার বলেন, এবছর ৭০ শতক জমিতে চৈত্র মাসে কুলের চারা রোপণ করেন। গাছগুলি মাটি থেকে ৬/৭ ফুট উচু হয়েছে। সবেমাত্র গাছগুলিতে ফুল এসেছে। সামনে ৪০/৪৫ দিন পর এই গাছ থেকে কুল পাড়া যেত। আমার কুল গাছগুলি গোড়া থেকে ধারালো অস্ত্র দিয়ে কেটে মাটিতে ফেলে রেখে গেছে। ৭০ শতক জমির মধ্যে ৩৩ শতক জমির গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে।
আ: সবুর আরও বলেন, আমি কোনদিন কারও কোন ক্ষতি করিনি। আমার সাথে যে এমন ঘটনা ঘটিয়েছে আল্লাহ তার বিচার করবে।