/ পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

বরগুনার পাথরঘাটা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি সফল মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) গভীর রাতে উপজেলার কাটাখালী ইউনিয়নের রুপধন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় পাথরঘাটা নৌবাহিনীর একটি বিশেষ টিম।


আটককৃত ব্যক্তি মোঃ শুক্কুর হোসেন (৬০)। তিনি পাথরঘাটার স্থানীয় বাসিন্দা ও দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অভিযান চলাকালে শুক্কুর হোসেনের দেহ এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০০-এর বেশি ইয়াবা ট্যাবলেট এবং ব্যাগভর্তি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে এগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

আটকের পর শুক্কুর হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে। পরে যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।