রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘পুরোপুরি পাগল’ হয়ে গেছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের এই মন্তব্য করেছেন। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বেন ওয়ালেস বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভুল করছেন কেননার তার পদক্ষেপকে সমর্থন দেওয়ার জন্য কোনো মিত্র নেই। ওয়ালেস এ সময় পুতিনকে প্রথম জার নিকোলাসের সঙ্গে তুলনা করেছেন।বেন ওয়ালেস যুক্তি দেন, ১৯ শতকের ক্রিমিয়ান যুদ্ধের মাঝামাঝি সময়ে তার সেনাদল প্রথম জার নিকোলাসের ‘পেছনে লাথি মেরেছিল’। ওয়ালেস বলে, আমরা সবসময় এটি আবার করতে পারি।যুদ্ধ কি বেধেই গেলো যুদ্ধ কি বেধেই গেলো ওয়েস্টমিনস্টারে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাজ্যের এই মন্ত্রী এসব মন্তব্য করেছেন।ওয়ালেস বলেন, দুর্ভাগ্যবশত আমরা এখন পুতিনের মধ্যে একটি ব্যস্ত প্রতিপক্ষ পেয়েছি যে পুরোপুরি পাগল হয়ে গেছেন। প্রথম জার নিকোলাসের পুতিনের মতো একই ভুল করেছেন… তার কোনো বন্ধু ছিল না, কোনো মিত্র ছিল না। তথ্যসূত্র: বিবিসি।