পূর্বাঞ্চল কার্যালয়ে জামায়াত নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন, দৈনিক পূর্বাঞ্চল কোন দলের নয়, বরং খুলনাবাসীর মুখপাত্র। অতীতের সেই ধারা ভবিষ্যতেও পূর্বাঞ্চল অব্যাহত রাখবে সেই প্রত্যাশা সবার।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, অতীতে দেশপ্রেমিক রাজনীতিবিদরা যেমন কথা বলার সুযোগবঞ্চিত ছিলেন তেমনি গণমাধ্যমেরও কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হয়েছিল। যারা মানুষের কথা বলার অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা আজ আস্তাকুড়ে নিক্ষিপ্তি হয়েছে। সুতরাং অতীত থেকে শিক্ষা নিয়ে সকলকে পথ চলা উচিত বলেও তারা উল্লেখ করেন। আগামীতে জাময়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের স্বাধীনতায় কোন হস্তক্ষেপ করা হবে না উল্লেখ করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকে তাদের নিরপেক্ষতা বজায় রেখে চলতে দিলেই দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক দেশ গড়া সম্ভব।
জামায়াত নেতৃবৃন্দ গতকাল রবিবার রাতে দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনিসহ অন্যান্য সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন।
এসময় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, নগর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এড. শাহ আলম ও প্রিন্সিপ্যাল মোঃ জাহাঙ্গীর আলম, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, আব্দুল আলীম প্রমুখ।
এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, চীফ রিপোর্টার মোঃ সাহেব আলী, পরিকল্পনা সম্পাদক ফারুক আহমেদ, আলহাজ¦ সারোয়ার খান কলেজের অধ্যক্ষ মোল্লা আলতাফ হোসেন, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার আবুল হাসান হিমালয়, স্টাফ রিপোর্টার আহমদ মুসা রঞ্জু, দিলীপ বর্মণ, গাজী মনিরুজ্জামান, মোঃ মেহেদী হাচান, ফটো সাংবাদিক এমএ হাসান প্রমুখ।