ডারবান টেস্টে প্রথম চারদিন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সমানে সমান লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু পঞ্চম দিন এক সেশনেই হেরে বসে তারা। তাই সেই হার নিয়ে অতটা ভাবতে নারাজ টাইগার অধিনায়ক মুমিনুল হক। জানিয়েছেন, ফুরফুরে মেজাজে থেকে দ্বিতীয় টেস্টে জয়ের জন্যই মাঠে নামবে টিম বাংলাদেশ।বৃহস্পতিবার (৭ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, ‘আগের টেস্টের ইতিবাচক দিক হলো- আমরা চার দিন ভালো খেলেছি। কেবল একটা সেশন খারাপ খেলেছি। এছাড়া তাসকিন, খালেদরা খুব ভালো বল করেছে এবং জয়-লিটন ভালো ব্যাটিং করেছে।’কাঙ্ক্ষিত জয় তুলে নিতে নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আর দলগতভাবে আমরা চতুর্থ দিনের শেষ সেশনটা বাজে খেলেছি। তাই আমরা খুব ফুরফুরে মেজাজে আছি এবং ভালো অবস্থানে থেকেই পরের টেস্টে যাচ্ছি। দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।’আগামীকাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে অনুষ্ঠেয় ম্যাচটিতে বাংলাদেশ জয়ের জন্যই খেলবে জানিয়ে টাইগার দলপতি বলেন, ‘অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। প্রতি সেশনেই শতভাগ দিয়ে খেলবো। অন্তত ১২-১৩ সেশন কীভাবে জিততে পারি, সেই চিন্তা নিয়ে এগোতে চাই।’