/ প্লাস্টিক বোতলে মদ বাজারজাতকরণের বিরুদ্ধে আদালতে রিট

প্লাস্টিক বোতলে মদ বাজারজাতকরণের বিরুদ্ধে আদালতে রিট

চুয়াডাঙ্গার দর্শনাস্থ ক্যারু এন্ড কোম্পানি লিমিটেডকে প্লাস্টিক বোতলে মদ বাজারজাতের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতে রিট দায়ের হয়েছে। রিটের শুনানির পর আদালত নোটিশ জারি করে সংশ্লিষ্টদের জবাব দিতে নির্দেশ দিয়েছে। কিন্তু কোম্পানিটি রিট উপেক্ষা করে এখনও প্লাটিকের বোতলে মদ বাজারজাত করছে বলে রিটকারী অভিযোগ করেছেন।


রিটটি দায়ের করে খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. পপি ব্যানার্জি। রিট নম্বর ৯৩০৩/২০২৫ অনুসারে, তিনি সংবিধানের আলোকে ওই আবেদন করেন। গত ৮ জুলাই এ রিট দাখিল ও শুনানি অনুষ্ঠিত হয়। ১৫ জুলাই নোটিশের জবারের সময় শেষ হয়েছে।


রিটে উল্লেখ করা হয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) কর্তৃক ২৬ নভেম্বর ২০২৪ তারিখে (মেমো নম্বর: ৫৮.০২.০০০০.০০৫.১৮.১২৭.২২.৭১৮) এক অফিস আদেশের মাধ্যমে ক্যারু এন্ড কোম্পানিকে প্লাস্টিক বোতলে মদ বাজারজাত করার অনুমতি দেওয়া হয়েছে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে গুরুতর উদ্বেগ বলে মনে করছেন রিটকারী।


রিটে বিবাদী হিসেবে রাখা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালককে।

বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ রিট গ্রহণ করে সংশ্লিষ্ট বিবাদীদের সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে রিট আবেদনকারী এড. পপি ব্যানার্জি বলেন, ‘প্লাস্টিক বোতলে মদ বিক্রির অনুমতি জনস্বাস্থ্য, পরিবেশ এবং তরুণ সমাজের জন্য একটি বিপজ্জনক বার্তা বহন করে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হওয়া জরুরি।’
উল্লেখ্য, ক্যারু এন্ড কোম্পানি বাংলাদেশ সরকারের মালিকানাধীন একমাত্র মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান।