ফরিদপুরের সালথায় নাতনিকে মাদরাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আমিরন বেগম তার নাতনিকে পাশের ফুলবাড়িয়া মাদরাসায় এগিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন।পথে ফুলবাড়িয়া বাজার পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতিগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিরন। খবর পেয়ে সালথা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত আমিরনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’