/ ফরিদপুরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুরের ভাঙ্গায় ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ রনি (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১০। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের মালিগ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শেখ রনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের শেখ আজিজুল ও নুরুল্লাগঞ্জ ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার বিলকিছ বেগমের ছেলে।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে ফরিদপুর র‍্যাব-১০ ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: মশিহুর রহমান সোহেল বলেন, অভিযানে ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।তিনি আরো জানান, শেখ রনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ফরিদপুর ও আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকায় মাদক সংক্রান্ত ৫টি মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত ইয়াবাসহ তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।