সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলার যুবারা। অপেক্ষা ছিল প্রতিপক্ষের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক ভারত। ফলে বাংলার যুবাদের ফাইনাল বাধা এখন ভারত।ফাইনালে জায়গা করে নেওয়াটা ভারতের জন্য তেমন একটা সহজ ছিল না। নিজেদের প্রথম ম্যাচে বাংলার যুবাদের কাছে ২-১ হেরে যায়। তবে নিজেদের গুছিয়ে নিতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। একে একে শ্রীলঙ্কা,নেপাল ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।অন্যদিকে বাংলাদেশ অপরাজিত থেকে ফাইনালে পা রাখে। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে যুবরা। এরপর যথাক্রমে ভারত এবং মালদ্বীপকে হারায় বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা রাখে।বাংলাদেশের সামনে এখন ২০১৯ সালের সেই ফাইনালের প্রতিশোধ নেওয়ার পালা। ২০১৯ সালের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেই ফাইনালে ১-০ ব্যবধানে হার দেখেছিল বাংলাদেশ।আগামী ৫ আগস্ট ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ম্যাঠে নামবে টিম বাংলাদেশ ও ভারত।