প্রবল বৃষ্টিপাত এবং দমকা বাতাসে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ফ্রান্সের হাজার হাজার পরিবার। ঝড় ‘বেল্লার’ তাণ্ডবে এ বিপর্যস্ত অবস্থায় পড়েছে দেশটি।

ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, ঝড়ের কারণে বিলম্বিত হয়েছে দেশটির বহু ফ্লাইট।

গণমাধ্যমটি বলছে, উত্তর ফ্রান্সের ব্রিটানি এবং নরমান্ড অঞ্চলে প্রায় ১২ হাজার এবং ক্যালাইস প্রদেশে ছয় হাজারের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এসব জায়গায় দেশটির বিদ্যুৎ সংস্থা এনেডিস পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। তবে এখনও বিদ্যুৎহীন ফ্রান্সের পূর্ব এবং মধ্যাঞ্চলে ৩৪ হাজার পরিবার।