/ বগুড়ায় আদালত চত্বর থেকে জোড়া হত্যা মামলার আসামি উধাও

বগুড়ায় আদালত চত্বর থেকে জোড়া হত্যা মামলার আসামি উধাও

বগুড়ায় আদালত চত্বর থেকে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পালিয়ে গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যান ওই আসামি।

আসামি রফিকুল দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামে লসির আকন্দের ছেলে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ জানায়, রফিকুলকে বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল। হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান তিনি।

সূত্র জানায়, ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে পুলিশ।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, আজ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে নেওয়ার পথে পালিয়ে যান রফিকুল। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কারো গাফিলতি পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।