/ বগুড়ায় নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাঙালি নদীর পানিতে পড়ে সাদিক হাসান (১৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেল ৩টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিক হাসান উপজেলার ধামাচামা উত্তর পাড়ার ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিক হাসান শুক্রবার সকাল ১০টায় মায়ের সাথে নান্দিয়ারপাড়া গ্রামে নানা মিন্টু মিয়ার বাড়িতে বেড়াতে যায়।
বাঙালি নদীর পাড়ে নানার বসতবাড়ি। দুপুরের দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে নদীর পাড়ে খেলাধুলা করছিল সাদিক। এ সময় পরিবারের লোকজনের অগোচরে সাদিক হাসান অসাবধানতাবসত পাড় থেকে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। তখন প্রতিবেশীদের বাড়ি গিয়ে খুঁজে সাদিককে পাওয়া যায়নি।পরে স্থানীয়রা নদীতে জাল ফেলে সাদিকের মৃতদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত সাদিকের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।