আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিএফডিসির সামনের রাস্তায় জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে চলচ্চিত্র পরিবার। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের নেতৃত্বে এই মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবগুলো সংগঠনের নেতাকর্মীরা। সেখানে আরো উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খোসরু চিত্রনায়িকা মৌসুমী, ওমরসানি, কন্ঠশিল্পী এসডি রুবেল,চিত্র পরিচালক আরিফ জাহান,অপুর্ব রানাসহ অনেকেই।

সেখানে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের রাজাকার, একাত্তরের হায়েনা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যার হাত ধরে দেশে স্বাধীনতা এসেছে, যিনি বাংলাদেশের স্থপতি তার ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা রিয়াজ প্রতিবাদ করে পোস্ট লিখেছেন, ‘এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এ আঘাত বাংলাদেশের উপর। রক্তে আগুন প্রতিরোধ করো’- এমন লেখা সম্বলিত একটি পোস্টার । কুষ্টিয়া শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চলচ্চিত্রকর্মীরা সোচ্চার হয়ে উঠেছেন।