/ বটিয়াঘাটায় বালু পরিবহনকারি বাল্কহেডের চাপায় ১ জন নিঁখোজ

বটিয়াঘাটায় বালু পরিবহনকারি বাল্কহেডের চাপায় ১ জন নিঁখোজ

বটিয়াঘাটা অফিস: গতকাল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের গোপালখালী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির পাশে কাজীবাছা নদীতে মাছ ধরার সময় জেলে মিলন শেখ (২৬) নিখোঁজ হয়েছে।

সে উপজেলার বুজবুনিয়া গ্রামের বিল্লাল শেখের পুত্র।অপর দিকে ওই একই নৌকার অন্য ২ জেলে গুরুত্বর আহত হয়ে নদী সাঁতরে তীরে উঠে প্রানে বাঁচে।জানা যায়, মিলন শেখ তার অপর ২ সহযোগী জেলেকে সাথে নিয়ে রাতে ইলিশ ধরতে গঙ্গারামপুর এলাকায় নৌকা নিয়ে কাজিবাছা নদীতে মাছ ধরতে যায়। এ সময় নিকটস্থ ড্রেজার থেকে বালু পরিবহনকারী একটি বাল্কহেড তাদের নৌকার উপর উঠিয়ে দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা তিনজনের মধ্যে দুইজন সাঁতার কেটে তীরে পৌঁছালেও মিলন শেখ নিখোঁজ হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মিলন শেখের আত্মীয়স্বজন স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করছে এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।