/ বটিয়াঘাটায় ষাটোর্ধ্ব ব্যাক্তির আত্মহত্যা

বটিয়াঘাটায় ষাটোর্ধ্ব ব্যাক্তির আত্মহত্যা

বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা উপজেলার দক্ষিণ হোগলবুনিয়া গ্রামে নিমাই বৈরাগী (৬০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।


বৃহস্পতিবার(২৪ জুলাই ) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এলাকাটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে। নিমাই বৈরাগী উক্ত গ্রামের মৃতঃ কালিপদ বৈরাগীর পুত্র।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিমাই বৈরাগী বেশ কিছুূদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন । তার নিজ বাড়ির ঘরের পিছনে তেতুঁলগাছের ডালে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।