/ বটিয়াঘাটার দ্বীপবরণ পাড়া কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার

বটিয়াঘাটার দ্বীপবরণ পাড়া কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার

বটিয়াঘাটা অফিসঃ- বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দ্বীপ-বরনপাড়া কাজীবাছা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে আজ শনিবার সকাল ১০ টার দিকে।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গত তিন/চার দিন আগে খুলনা জেলখানা ঘাটে যাত্রীবাহী নৌকার সাথে চলন্ত ফেরীর সাথে ধাক্কা লাগলে আকাশ সরকার(২২) নামে নদীতে পড়ে যায়। লাশটি তারই বলে পুলিশের ধারনা। সে খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের মৃত দিলীপ চন্দ্র সরকারের পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি সনাক্তকরণ প্রক্রিয়া চলছিলো বলে পুলিশ জানায়।