স্টাফ রিপোর্টার : বটিয়াঘাটার দারোগার ভিটা এলাকায় মামুন হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামী মিরাজ হাওলাদারের রিমান্ড শুনানী কাল। সিআইডি পুলিশ আসামীর ৮ দিনের রিমান্ড আবেদন করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নজরুল ইসলাম বলেন- এই মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। সেই থেকে তদন্ত চলছে। এরই মধ্যে এক নং আসামী মিরাজ গ্রেপ্তার হওয়ায় তার রিমান্ডের জন্য আবেদন করেছি। প্রথম পর্যায়ে ৮দিনের রিমান্ড চাওয়া হয়েছে। কোর্টে আগামীকাল এ বিষয়ে শুনানী হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে- গত বছরের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শান্তিনগর থেকে মামুনকে ডেকে নিয়ে যায় মিরাজ তালুকদার। মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিলো। এসময় তার সাথে থাকা সালাউদ্দিন, শাওন, রিয়াজ, সজল, সায়েম, পারভেজ, আরজু ও ইমরান আলী পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার রড ও হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। মৃত্যু নিশ্চিত করে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপরদিন বটিয়াঘাটা থানায় নিহতের পিতা বাবুল হাওলাদার ৯জনকে আসামী করে মামলাটি করেন।