স্টাফ রিপোর্টার ঃ ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের অভিযানে ৫৩টি জীবিত সুন্ধি কচ্ছপসহ নিরাপদ সরকার (৬৯) নামের এক বিক্রেতাকে আটক করা হয়েছে। গতকাল সকালে বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা মুরগীর বাজারের পিছন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।
বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, মুরগী ব্যবসায়ী নিরাপদ সরকার মুরগী ব্যবসার পাশাপাশি আড়ালে কচ্ছপ বিক্রি করতেন। এ সময় ক্রেতা সেজে ৫৩টি জীবিত সুন্ধি কচ্ছপসহ উক্ত আসামীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় উক্ত আসামীকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন ও কচ্ছপগুলোকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার নির্দেশ দেন।