বর্ণবাদের তিনটি অভিযোগ, তিনটিই শেষ পর্যন্ত মিথ্যে প্রমাণিত হলো। তাতে মুক্তি মিললো দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের। দুই সদস্যের নিরপেক্ষ কমিটি তদন্তের পর তার বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ তুলে নেন।ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বোর্ডের সদস্য লসন নাইডু বলেন, ‘সব প্রক্রিয়া শেষে স্মিথ নির্দোষ প্রমাণিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে তিনি যে অবদান রেখেছেন তা স্বীকৃতি দেওয়ার উপযুক্ত। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্রিকেটের পরিচালক হিসেবে দারুণ কাজ করেছেন তিনি।’উল্লেখ্য, সামাজিক ন্যায় বিচার ও জাতি গঠনের কাছে স্মিথের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন সিএসএর কিছু কর্মকর্তা। তাদের দাবি ছিল, ২০১২-২০১৪ এই সময়ে সাবেক ক্রিকেটার থামি সোলকাইলের সঙ্গে বর্ণবাদী আচরণ করেন স্মিথ। এছাড়াও সিএসএর শাসন ক্ষমতায় কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের ওপর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনা হয়। সে কারণেই নাকি ইনখ নকুইয়ের বদলে মার্ক বাউচারকে জাতীয় দলের হেড কোচ করেন স্মিথ। অবশ্য সেসবের কিছুই প্রমাণ হয়নি।