২০১০ সালে ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত থাকায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের তৎকালীন অধিনায়ক সালমান বাট। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি তিনি। সেই সালমান বাট এবার বাবার আজমকে সমালোচনার হাত থেকে বাঁচাতে গিয়ে অযথাই বাংলাদেশকে টেনে এনে অপমানসূচক মন্তব্য করেছেন।

চলমান পিএসএলে টানা আট ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংস। দলের ব্যর্থতার জন্য অনেকেই বাবর আজমকে দোষারোপ করছেন। কিন্তু সালমান বাটের মতে, সব দোষ বর্তমান পাকিস্তান অধিনায়কের নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বাট বলেন, ‘আমি তা বলবো না… (বাবর অধিনায়ক হিসেবে খারাপ)। পাকিস্তানের অধিনায়কও সে। এখন আপনি যদি মহেন্দ্র সিং ধোনি কিংবা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করেন, তারা কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হবে না। যদি আপনাকে কিছু পরিবর্তন আনতে হয়, তবে অবশ্যই ধৈর্য ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্কোয়াডে সঠিক ভারসাম্য না থাকলে আপনি অনেক কিছুই করতে পারবেন না। তেমনই বাবর টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এই খেলোয়াড়দের পেয়েছে, যে কারণে দলের মধ্যে কোনো বিশেষত্ব নেই। আপনি যত শক্তিশালী পরিকল্পনাকারী হন না কেন, সাফল্য সম্ভব নয়।’