স্টাফ রিপোর্টার: জুলাই-শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর আহবানের মধ্যদিয়ে গত মঙ্গলবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ: দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই-শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, কেসিসি’র প্রশাসক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জুলাই-শহীদদের জন্য বাদজোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ^বিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তা-সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সকল অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ছাত্র-জনতার আশা আকাঙ্খার নতুন বাংলাদেশ গড়তে সকলের ঐক্যর কোন বিকল্প নেই।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জুলাই যোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হুজাইফা, মোহাম্মদ প্রান্ত, মোহাম্মদ শাহরিয়ার, মোঃ নয়ন, ¯িœগ্ধা মুন্নি-সহ অন্যান্য জুলাই যোদ্ধারা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য, ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়: খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিকালে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে ‘বিজয়যাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে জিরোপয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান। জুলাই আন্দোলনের সক্রিয় কর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আয়মান আহাদ, ফাহাদ ইসলাম, খালিদ ও জুবায়ের।
পরে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা গোলজার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রজমান, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীরসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই হত্যাযজ্ঞের’ খুনিদের বিচারের দাবিতে চলমান গণস্বাক্ষর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। সন্ধ্যায় একই স্থানে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সংগঠনসমূহের উদ্যোগে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হয়।
খুলনা প্রেসক্লাব: জুলাই গণঅভ্যুত্থান দবিস উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর শীববাড়িতে নব নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধানিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এহতেশামুল হক শাওন ও খলিলুর রহমান সুমন, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা প্রমুখ।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর খুলনা প্রেসক্লাবের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়েট: খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবার “জুলাই গণঅভ্যুত্থান দিবস” যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে নয়টায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেও সন্তানদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সিনিয়র শিক্ষকবৃন্দদের নিয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। পরে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে র্যালি বের করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। বেলা সোয়া ১১টায় অডিটরিয়ামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বেলা সাড়ে ১১টায় অডিটরিয়ামে প্রদর্শিত হয় “জুলাই গণঅভ্যুত্থান দিবস”এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের দিবস উদযাপিত হয়েছে। দৌলতপুরস্থ দেয়ানায় মধ্যপাড়ায় অস্থায়ী ক্যাম্পাস-১ এ ৫ আগস্ট ( মঙ্গলবার) সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি স্মারক ভিডিও প্রদর্শনী এবং আন্ত:অনুষদ জুলাই গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো: মিজানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব সৈয়দ হাফিজুর রহমান, ডীন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের, ড. ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার, ড. শেখ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ডিরেক্টর (লিয়াজো), বোর্ড অব ট্রাস্টি শেখ মাহরুফুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, পরিচালক (চলতি দায়িত্ব) অর্থ ও হিসাব, ড. মো: রউফ বিশ্বাস, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর প্রধানগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার পর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আহতদের দ্রæত সুস্থতার জন্য দোয়া করা হয়।
এদিকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নগরীর তেতুলতলা মোড়স্থ ভবন-২ এ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপরোক্ত অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, সিএসই বিভাগ, ই ই ই বিভাগ ও সিভিল বিভাগের প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়: খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের নির্মিত জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. এম. আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট অ্যান্ড অনারারি) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণ। শহীদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র পুনর্জাগরণের শক্তি যুগিয়েছে। তিনি আরো বলেন, এই আন্দোলন আমাদের দেখিয়েছে যে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে যুবসমাজের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। একটি ন্যায়, সাম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ আর হাতছাড়া করা যাবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ মুঈন উদ্দীন। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন সাইফুল্লাহ, আবুল হাসানাত রাব্বী, সাকিব আল আমিন, মুজাহিদ ও রাকিব। অনুষ্ঠানের ২য় পর্বে জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আহসান উল্লাহ।
কৃষি ব্যাংক: বাংলাদেশ কৃষি ব্যাংক দৌলতপুর শাখার উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই আয়োজনের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এরপর বিদ্যালয় চত্বরে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ ও প্রজন্ম সচেতনতার বার্তা দেওয়া হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারি মুহসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জোয়ার্দ্দার ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খলিলুর রহমান সুমন। কৃষি ব্যাংক দৌলতপুর শাখার ম্যানেজার সুদীপ কুমার দের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ছিলেন কৃষি ব্যাংক দৌলতপুর শাখার প্রিন্সিপাল অফিসার দীপক কুমার দাস, কর্মকর্তা মেহেদী হাসান, ইশতিয়াক হোসেন, দিপু মন্ডল, সিনিয়র শিক্ষক কানাই লাল বসাক, মোস্তফা ফিরোজ আহমেদ, উম্মে হাঁসরাত শারমিন, ফিরোজা খানম, শাহনাজ মাহমুদ,রিতেশ রঞ্জন বিশ্বাস,অর্ধেন্দু শেখর মন্ডল,জিনিয়া শারমিন, মাহিন উদ্দীন ও আব্দুল মজিদ প্রমুখ।
ইসলামী আন্দেলন: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে খুলনা জেলার আওতাধীন সকল উপজেলা শাখায় মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা শীর্ষক আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রূপসা উপজেলা সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওঃ হারুন অর রশিদ এর পরিচালনায় বিকাল ৩ টায় উপজেলার আলাইপুর বাজার ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চত্বরে জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা শীর্ষক আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ডুমুরিয়া উপজেলা সহ সভাপতি মাওলানা মাহবুবুল আলমের সভাপতিত্বে বিকাল ৩ টায় ডুমুরিয়া বাজার বাসষ্ট্যান্ড চত্বরে জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন এর ভূমিকা শীর্ষক আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দাকোপ উপজেলা সভপতি মাওলানা ইলিয়াস হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় সকাল দশটায় উপজেলা সদর চালনা বাসস্ট্যান্ড সোনালী ব্যাংক চত্বরে জুলাই গন-অভ্যুত্থনের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটা উপজেলায় কারিমুল ইসলামের সভাপতিত্বে ইসমাইল হোসেনের পরিচালনায় উপজেলার কাতিয়া নাংলা বাজার চত্বরে বিকাল ৩ টায় জুলাই গন-অভ্যুত্থনের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
ফুলতলা উপজেলা সভাপতি মাস্টার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ আব্দুল মালেক এরি পরিচালনায় বিকাল ৩টায় জুলাই গন-অভ্যুত্থনের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা আাসাদুল্লাহ হামিদী এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাষ্টার জাফর সাদেক ও রফিকুল ইসলাম এস্কেন্দারের যৌথ পরিচালনায় বিকাল ৩ টায় উপজেলার পথের বাজার চত্বরে জুলাই গন-অভ্যুত্থনের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
পাইকগাছা উপজেলা শাখা সভাপতি মা: আহমাদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মোঃ মঈন উদ্দিনের পরিচালনায় উপজেলা অস্থায়ী কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়
কয়রা উপজেলা শাখা সভাপতি মোঃ আশরাফ আলী সেক্রেটারি মুফতি শাহিনুর রহমান পরিচালনায় বিকাল ৩ উপজেলা অস্থায়ী কার্যালয়ে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক পালিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান জেলা খুলনা ৬ আসনের দলীয় (হাতপাখা) সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, খুলনা ১ আসনে দলীয়( হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু সাঈদ। খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনের দলীয়( হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সালাম, মাওলানা মুজিবুর রহমান হাফেজ মাওলানা তাবারক হুসাইন, হাফেজ আব্দুল কাদের,মৌলবী আলী হায়দার, মাষ্টার মোঃ রফিকুল ইসলাম, হাফেজ মোঃ ওসমান কারিম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আবু ইউসুফ, আলহাজ্ব আবু দাউদ, মাওলানা মুহাসিন, মুফতি ফেরদাউস, অব: সেনা কর্মকর্তা আক্তারুজ্জামান, ছাত্রনেতা লেকমান ফকির, সাজিদ হাসান প্রমুখ।
ছাত্রশিবির: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের উদ্যোগে মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির প্রতিপাদ্য ছিল- ‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ।’
র্যালিটি মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন।
র্যালি ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মহানগর শিবিরের সেক্রেটারি রাকিব হাসান, অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
ইসলামী ছাত্র আন্দোলন: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে খুলনা পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্নার সভাপতিত্বে জুলাই বীর শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে হাতপাখার সাংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ও প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাবেক সভাপতি ইন্জিনিয়ার এজাজ মানসুর,খুলনা মহানগর সহ-সভাপতি বনী আমিন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আল গালীব, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক আতিক হাসান, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আমিনুর ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, সোনাডাঙ্গা থানার সভাপতি সাব্বির আহমাদ, খালিশপুর থানা সাধারণ সম্পাদক আল মামুন রাফি প্রমুখ নেতৃবৃন্দ।
মহানগর পূজা পরিষদ: ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের আয়োজনে গত মঙ্গলবার বিকেলে নগরীর কয়লাঘাট কালী মন্দিরে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রতন কুমার নাথ সঞ্চালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যনার্জী, এ্যাড. বিজন কৃষ্ণ মন্ডল, ভবেশ সাহা, সুজিত মজুমদার, দেবদাস মন্ডল দেবু, অলোক দে, রবীন দাস, বাবু শীল, ভোলানাথ দত্ত, অভিজিত দাস লবি, দীপক কুমার দত্ত, শান্ত বৈকুণ্ঠ দাস, বৈষ্ণব বলরাম দাস, শ্রীমন্ত চক্রবর্তী, রাজ কুমার হেলা, অশোক ঘোষ, দুলাল সরকার, পরিমল রায়, রবীন্দ্রনাথ সরকার, দিলীপ দেবনাথ, পরমেংশু সরদার, সঞ্জিত শীল, শুভাগত দত্ত শুভ, রাজ কুমার শীল, মনোজ দাস, পরিতোষ সরকার, তাপু রায়, সঞ্জিত রায়, অসীম দাস, কৃষ্ণহোড, স্বপ্ন রায়, আকাশ দাস, রিপন দাস, শুভ দে, শন্তু দে, আবীর ঘোষ, অপূর্ব বাগল, মনিষ রায় প্রমুখ।