দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। তার আগেই করোনা থাবা বসিয়েছে উইন্ডিজ শিবিরে।

দলটির ওয়ানডে স্কোয়াডে থাকা ডানহাতি মিডিয়াম পেসার রোমারিও শেফার্ডের করোনা পজিটিভ ধরা পড়েছে।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশ সফর কেন্দ্র করে স্কোয়াডে থাকা সব খেলোয়াড়ের প্রথম পর্বের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দলের বাকিরা নেগেটিভ এলেও পজিটিভ হয়েছেন শেফার্ড। ২৬ বছর বয়সী পেসার শুধু ওয়ানডে স্কোয়াডে ছিলেন। বাংলাদেশে আসা হচ্ছে না এই পেসারের।

বিবৃতিতে আরও বলা হয়, শেফার্ড এখন গায়ানাতে তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন। আগামীকাল শনিবার দ্বিতীয় পর্বের কোভিড পরীক্ষা হবে। তার ফল নিশ্চিত হলে সফরের স্কোয়াড চূড়ান্ত হবে।

এদিকে শেফার্ডে করোনা আক্রান্তের কারণে কপাল খুলেছে ২৪ বছর বয়সী পেসার কিয়োন হার্ডিং। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে ২৫.১১ গড়ে ৫৪ উইকেট শিকার করেছেন এই তরুণ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটতে যাচ্ছে তার।