/ বাগেরহাটের শরণখোলায় ব্রিধান ১০৬ এর প্রদর্শনী পরিদর্শন: দুর্যোগেও আশার আলো

বাগেরহাটের শরণখোলায় ব্রিধান ১০৬ এর প্রদর্শনী পরিদর্শন: দুর্যোগেও আশার আলো

সাম্প্রতিক অতিবৃষ্টিতে ডুবে গেছে দেশের অধিকাংশ আউশ ধানের জমি। তবে ব্যতিক্রম দেখা গেল বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলায়। জোয়ার-ভাটা প্রবণ এলাকার জন্য উপযোগী এবং জলাবদ্ধতা সহনশীল ব্রিধান ১০৬ জাতের ধান সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ যেন দুর্যোগের মধ্যেও এক আশার প্রতীক।

মঙ্গলবার (১৫ জুলাই) শরণখোলা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পার্টনার প্রকল্পের যৌথ উদ্যোগে ব্রিধান ১০৬ এর প্রদর্শনী পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। তার নেতৃত্বে পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার উপপরিচালক মোঃ মোতাহার হোসেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকারসহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা জানান, ব্রিধান ১০৬ জাতটি উপকূলের জন্য অত্যন্ত উপযোগী। এ জাতের ধান জলাবদ্ধতা সহ্য করতে পারে এবং তুলনামূলক কম সময়ে ফলন দেয়। পার্টনার প্রকল্পের মাধ্যমে এ জাতের বীজ সংরক্ষণ ও ভবিষ্যতে বিস্তারে কাজ চলছে। এতে করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এক বিকল্প ও টেকসই সমাধান তৈরি হবে।

অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে বলেন, “ক্ষতির পর হতাশ হওয়ার কিছু নেই। আমরা আপনাদের পাশে আছি। ক্ষতি কাটিয়ে কীভাবে দ্রুত বীজ সংগ্রহ ও নতুন করে চাষাবাদ শুরু করা যায়, সে বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।”

পরিদর্শন শেষে কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। কৃষকরা এই জাতের কার্যকারিতা দেখে আশান্বিত এবং ভবিষ্যতে এর ব্যাপক সম্প্রসারণের দাবি জানান।

এই প্রদর্শনী ও পরিদর্শন কার্যক্রম বর্তমান জলবায়ু-ঝুঁকিপূর্ণ কৃষি ব্যবস্থায় অভিযোজনের এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠছে।